হোম > বিনোদন > বলিউড

প্রথমবার ওটিটিতে মাধুরী

বড়পর্দায় তিনি সকলের প্রিয় ‘ধক ধক’ গার্ল। এবার ওটিটি পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ। আজ বৃহস্পতিবার দেখা মিলল সিরিজের প্রথম ঝলকের। নাম ‘দ্য ফেম গেম’।

সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের চরিত্রে রয়েছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কাপুর, সুহাসিনী মুলে, মুসকান জাফরি প্রমুখ। ইনস্টাগ্রামে নিজের এই সিরিজের পোস্টার শেয়ার করেছেন মাধুরী। লিখেছেন, ‘ওর দুনিয়া অদ্ভুত ধরনের। তার কাহিনিও অজানা। কিন্তু এবার সে দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে।’

মাধুরি জানান, ‘দ্য ফেম গেম’ সিরিজটি প্রিমিয়ার হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে। প্রথমে মাধুরীর এই সিরিজের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্ডিং অনামিকা’। এবার নাম বদলে রাখা হয়েছে ‘দ্য ফেম গেম’। অনামিকা আনন্দের চরিত্রে মাধুরী। যে এক সুপারস্টার। তাঁকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। সিরিজে আচমকাই উধাও হয়ে যায় অনামিকা। এরপর তাঁকে খুঁজে বের করতে গিয়ে পুলিশ ও ঘনিষ্ঠদের হাতে আসে কিংবদন্তি অভিনেত্রীর জীবনের বহু অজানা কথা।

বলিউড দর্শকদের একাধিক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছিলেন মাধুরী। হিন্দি ও মারাঠি ভাষায় তার অভিনীত ছবিগুলো এখনও দর্শকের মনে দাগ কাটে। সম্প্রতি, এক নাচের রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা মিলেছে এই বলিউড অভিনেত্রীর। এবার ওটিটিতে দেখা যাবে। দুই বছর আগে এই অভিনেত্রীকে সর্বশেষ ‘কলঙ্ক’ ছবিতে দেখা গেছে।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ