হোম > বিনোদন > বলিউড

‘ঝুন্ড’ ছবির টিজারেই বাজিমাত করলেন অমিতাভ

কোনো প্রকার সংলাপ আওড়ানো ছাড়াই হিট বিগ বি অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ ছবির টিজার। আজ মঙ্গলবার টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় টিজারটি। মুহূর্তেই ভাইরাল অমিতাভের প্রথম ঝলক।  

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বলিউড শাহেনশাহর নতুন ছবি ঘিরে ভক্তদের মাঝে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিজারে প্রথমেই দেখা যায়, বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে অনবদ্য মিউজিক্যাল উপস্থাপনা করছে সুবিধাবঞ্চিত একদল শিশু-কিশোর। সবশেষে অমিতাভ বচ্চনের আগমন। আর তাতেই আবারও তাক লাগালেন বিগ বি। ঠিক কী ঘটতে যাচ্ছে, এরপর তা জানতে দর্শকদের আগ্রহ যেন বেড়ে গেল এক ধাক্কায়।   

‘ঝুন্ড’ ছবিতে অমিতাভ বচ্চনকে একজন ফুটবল কোচের চরিত্রে দেখা যাবে। যিনি সুবিধাবঞ্চিতদের নিয়ে ফুটবল দল গঠন করেন। স্লাম সকারের প্রতিষ্ঠাতা ভারতের নাগপুরের সমাজকর্মী বিজয় বারসের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যিনি সুবিধাবঞ্চিতদের একটি ফুটবল দল গঠন করতে এবং তাদের প্রশিক্ষণ দিতে অনুপ্রাণিত করেন। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করে, অমিতাভ লিখেছেন, ‘মেরি টিম তৈয়ার হ্যায়, অর আপ? আ রাহে হ্যায় হাম।’ অমিতাভ আরও লিখেছেন, ‘আপনার পাশের সিনেমা হলে ৪ মার্চ ২০২২-এ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। টিজার প্রকাশ পেল এখন।’ 

পিস্তুলিয়া, ফ্যান্ড্রি ও সাইরাতের মতো সমালোচক প্রশংসিত মারাঠি ছবি নির্মাণের জন্য পরিচিত নাগরাজ মাঞ্জুলে ‘ঝুন্ড’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। ‘ঝুন্ড’ প্রযোজনা করেছেন যৌথভাবে ভূষণ কুমার, কৃষাণ কুমার, রাজ হিরেমাথ, সবিতা রাজ হিরেমাথ ও নাগরাজ মাঞ্জুলে।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ