চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা-সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর পরিচালক কেতন মেহতার পরিচালনায় ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘মায়া মেমসাব’। এবার সিনেমাটির দৃশ্যধারণের সময়কার কথা স্মরণ করলেন পরিচালক। কেতন জানান, ছবির দৃশ্যধারণ যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলায় শুটিং করতে। এর মাধ্যমেই বোঝা যায় কতটা পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সংকটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। দৃশ্যধারণে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান সেখানে। আমি তাঁর এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখ খান মা।
কেতন জানান শাহরুখ খানকে নেওয়ার সুপারিশ করেছিলেন আজিজ মির্জা, আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। এ বিষয়ে কেতন বলেন, ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল, আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
মায়া মেমসাবে সিনেমায় আরও অভিনয় করেছিলেন–দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের দৃশ্যধারণ করা প্রথম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টেলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’-এর পরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘জওয়ান’ আর ‘ডানকি’। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সালমান খানের টাইগার থ্রি-তেও ক্যামিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শুটিং চলাকালীন নাকে চোট পেয়েছেন শাহরুখ। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হোন তিনি।