হোম > বিনোদন > বলিউড

শাহরুখের ম্যানেজারকে কেন ডাকা হলো

মাদক মামলায় উঠে আসছে একের পর এক নতুন নাম। আরিয়ান, আরবাজ, মুনমুনের পর এনসিবির নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এবার এনসিবি ডেকেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে। শনিবার এনসিবির দপ্তরে হাজির হন পূজা। শুক্রবারই তাঁকে নোটিস পাঠিয়েছিল এনসিবি। আরিয়ান খানের মেডিক্যাল হিস্ট্রি চেয়ে পাঠায় এনসিবি। এছাড়াও আরিয়ানের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি চেয়েছে এনসিবি। আরিয়ানের এসব সার্টিফিকেট নিয়েই দেখা করতে বলা হয় পূজাকে। কারণ শাহরুখ খানের পাশাপাশি আরিয়ানেরও ম্যানেজার হিসাবে কাজ করেন পূজা।

ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ খানের ড্রাইভারকে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধুমাত্র ড্রাইভার বা ম্যানেজার নয় মান্নতের সমস্ত চাকরিরত ব্যক্তিকেই নজরে রেখেছে এনসিবি। বৃহস্পতিবারই কিছু তথ্য সংগ্রহ করতে মান্নতে হাজির হয়েছিল এনসিবির কর্মকর্তারা। এরপরই পূজা দাদলানিকে আরও কিছু তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয় শনিবার । আরিয়ান খানকে গ্রেপ্তারের পর আদালতে বারবার পূজাকে দেখা গেছে। শাহরুখ খানের পক্ষ থেকে তিনিই বরাবর উপস্থিত থেকেছেন আরিয়ানের পাশে।

মাদক মামলায় বৃহস্পতিবার বলিউডের নায়িকা অনন্যা পাণ্ডেকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই উঠে এসেছে অনন্য়া পাণ্ডের নাম। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে অনন্যাকে এই হোয়াটঅ্যাপ চ্যাটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। শুক্রবার সামনে আসে আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে কথোপকথনের তথ্য। আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে যে চ্যাটের তথ্য পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁরা মাদক সম্পর্কে কথা বলছেন। আরিয়ান খান অনন্যা পান্ডেকে জিজ্ঞাসা করেন, যদি মাদকের ব্যবস্থা করা যায়। অনন্যা উত্তর দেয়, সে ব্যবস্থা করবে।

এনসিবি সূত্রে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার যখন অনন্যা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন অনন্যা বলেছিল যে সে আরিয়ান খানের সঙ্গে ঠাট্টা করেছে। এনসিবি সূত্রের খবর, এগুলি ছাড়াও, তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন।

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না