হোম > বিনোদন > বলিউড

সিনেমা ছেড়ে অবসাদে ভোগেন, গাড়ি-বাড়ি বিক্রি করে দেন ইমরান

‘জানে তু ইয়া জানে না’ সিনেমায় জয় সিং রাঠোর চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ইমরান খান। কিন্তু এর পরই যেন খেই হারিয়ে ফেলেন তিনি, পরবর্তী আর কোনো সিনেমায় তেমন আলো কাড়তে পারেননি। হঠাৎই নিজেকে সরিয়ে নেন বলিউড থেকে। নেপোটিজমের কারণে নয়, বরং ক্যারিয়ার তলিয়ে যায় ইমরানের।

তখন থেকে তিনি ভুগতে শুরু করেন অবসাদে। বিচ্ছেদ হয় স্ত্রী অবন্তিকার সঙ্গেও। সবকিছু পেছনে ফেলে সিনেমার দুনিয়ায় কামব্যাক করতে তৈরি ইমরান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ফেলে আসা কঠিন অধ্যায় নিয়ে কথা বলেছেন ইমরান খান। ২০১৬ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতেই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সাত বছরের মতো সময় ধরে আছেন কাজ থেকে দূরে। তাই ভুগেছেন আর্থিক অনটনে।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, তিনি তাঁর বিলাসবহুল পালি হিলের বাংলো ছেড়ে চলে এসেছেন বান্দ্রার একটি ফ্ল্যাটে। বিক্রি করে দিয়েছেন চেরি লাল রঙের ফেরারি গাড়িটি। এখন চালান ফক্সওয়াগেন।

এর আগে ইমরান খানকে বলতে শোনা গিয়েছিল, কীভাবে তিনি বডি শেমিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন। তখন বলা হতো, তিনি দেখতে হিরোসুলভ নন, যার ফলে ভুগতে শুরু করেন তিনি নিরাপত্তাহীনতায়। সম্প্রতি এই নিয়ে একটি পোস্টও করেছিলেন ইনস্টাগ্রামে।

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না