হোম > বিনোদন > বলিউড

সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন নওয়াজুদ্দিন-আলিয়া

সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী। গত সোমবার সন্তানদের নিয়ে নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী পালন করেছেন একসঙ্গে। নওয়াজ পত্নী আলিয়ার ইনস্টাগ্রামে সে পোস্টে যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। সন্তানদের স্বার্থে অতীত ভুলে নিজের সংসারকে আগলে ধরতে চাইছেন তাঁরা।

ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আলিয়া বলেন, ‘তৃতীয় ব্যক্তির কারণে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু, এখন সেই ভুল বোঝাবুঝি আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের সন্তানদের স্বার্থে আমরা নিজেদের ঝামেলা মিটিয়েছে। এখন জীবনে একসঙ্গে থাকার কোনও বিকল্প নেই, কারণ ওরা বড় হচ্ছে। এ ছাড়া, আমাদের কন্যা শোরা নওয়াজের খুব আদরের, এসব নিয়ে ও খুবই বিরক্ত। ও এটা সহ্য করতে পারেনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

ইতিমধ্যেই মুম্বাই ফিরেছেন নওয়াজুদ্দিন। আলিয়া জানিয়েছেন, ছুটি শুরু হওয়ায় তিনি সন্তানদের নিয়ে দুবাই থেকে ভারতে আসবেন।

উল্লেখ্য, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আলিয়া আনন্দ পাণ্ডে ২০১০ সালে বিয়ে করেছিলেন। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখে সংসার করছিলেন দুজনে। এরই মধ্যে ২০২০ সালে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। যা আদালত পর্যন্তও গড়ায়। নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন আলিয়া।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের