ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার: