হোম > বিনোদন > বলিউড

আজও জামিন মেলেনি শাহরুখের ছেলের

কলকাতা প্রতিনিধি

শাহরুখ খানের ছেলে আরিয়ান আজও জামিন পাননি। দিনভর শুনানির পর বোম্বে হাইকোর্ট জানিয়েছে, বুধবারও চলবে শুনানি। ফলে আরও এক দিন জেলেই কাটাতে হচ্ছে মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখপুত্রকে। এদিকে শাহরুখপুত্রের গ্রেপ্তারকে ঘিরে বিতর্ক চলছেই। এদিনও ভারতের কেন্দ্রীয় সংস্থা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

এদিন বোম্বে হাইকোর্টে শাহরুখপুত্রের জামিন বিরোধিতা করে এনসিবি জানিয়েছে, তারা আরিয়ানকে জেরা করে আন্তর্জাতিক মাদক চক্রের নাগাল পেতে চায়। আরিয়ানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং তাঁর বাবার প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

শাহরুখের ম্যানেজার পূজা ডাডলানি প্রভাব খাটাতে ময়দানে নেমে পড়েছেন বলেও অভিযোগ করেছে এনসিবি। সেই সঙ্গে সংস্থার বদনাম করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।

তবে আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগির পাল্টা দাবি, সামাজিক গণমাধ্যমে লেখালেখি বা রাজনৈতিক বক্তব্যের সঙ্গে তাঁদের (আরিয়ান) কোনো যোগাযোগ নেই।

মুকুল রোহাতগির দাবি, আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়নি। তাঁর মাদকাসক্তির কোনো ডাক্তারি প্রমাণও নেই। তাই তরুণ আরিয়ানের জামিন চান শাহরুখপুত্রের আইনজীবীরা। আদালত জানিয়েছেন, বুধবারও শুনানি চলবে।

অন্যদিকে এদিন ফের এনসিবির সমালোচনায় সরব হন মহারাষ্ট্রের প্রভাশালী মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তাঁর অভিযোগ বিজেপিই এনসিবিকে কাজে লাগিয়ে বিরোধীদের বদনাম করার চেষ্টা করছে।

নবাবের জামাই সমীর খানকেও মাদক চোরাকারবারের অভিযোগে গ্রেপ্তার করেছিল এনসিবি। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পান তিনি। মহারাষ্ট্রের এই মন্ত্রীর সরাসরি অভিযোগ, অর্থ আদায়ের জন্যই সমীর ওয়াংখেড়কে মুম্বাই পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ানসহ ২০ জনকে গ্রেপ্তার করে এনসিবি। এই গ্রেপ্তার-কাণ্ডের নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়। তাঁর বিরুদ্ধেও পুলিশে পাল্টা অভিযোগ জমা পড়েছে। ভারতের কেন্দ্রীয় সংস্থা এনসিবির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে মুম্বাইয়ের পুলিশ। 

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র