হোম > বিনোদন > বলিউড

যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউডের পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? নিজেই জবাব দিয়েছেন ‘গ্যাং অব ওয়াসিপুর’ অভিনেতা। জানিয়েছেন, এসব পার্টিতে ‘প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।’

‘সারফারোশ’ ছবিতে ছোট চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই। ‘বেশির ভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সে রকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন নওয়াজ।

এখানেই থামেননি নওয়াজ। কোনো লুকোছাপা না করেই জানান যে ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এ কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তাঁর। তিনি বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ-চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিউড পাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।’

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র