হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।