সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?
সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’
এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।
শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।