বিয়ে করবেন সারা আলী খান। কিন্তু যিনি তাঁর শর্ত মেনে নেবেন, সেই পুরুষের পাণি গ্রহণ করবেন সাইফ আলী খানের মেয়ে। কী সেই শর্ত? যে পুরুষ তাঁর ও তাঁর মায়ের সঙ্গে থাকতে পারবেন, সাইফকন্যা নাকি তাঁকেই বিয়ে করবেন।
নতুন ছবি ‘আতরঙ্গি রে’র প্রচারে দ্য ইকোনমিক টাইমসের মুখোমুখি হয়েছিলেন সারা আলী খান। ছবিতে তাঁর চরিত্রের নাম রিঙ্কু। প্রেমিকের সঙ্গে বহুবার সে বাড়ি থেকে পালায়। বাস্তবে এমন পালিয়ে বিয়ে করার পরিকল্পনা আছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘আমার ঘর মানে আমার মা। কোথাও পালিয়ে গেলেও সেখানেই ফিরে আসব। মাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা আমার নেই। এই যে আজকে সাক্ষাৎকার দিতে এলাম, কোন পোষাক পরব, সেটাও আমার মা বলে দিয়েছে।’
সাইফ আলী খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এরপর মায়ের কাছে থেকে তাঁর আদর্শেই বেড়ে ওঠেন। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও অমৃতা একাই থেকেছেন তাঁর সন্তানদের সঙ্গে। ২০০৪ সালের পর থেকে মেয়ে সারা ও ছেলে ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তাঁর এই সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।