করণ জোহর ‘শেরশাহ’ নিয়ে সাহস করেননি, অজয় দেবগনও ‘ভুজ’ নিয়ে ভরসা পাননি সিনেমা হলের ওপর। বড় তারকার অনেক ছবিই বিক্রি হয়েছে ওটিটিতে বা হওয়ার পথে। অক্ষয় কুমার গত বছর করোনার প্রকোপের মধ্যে ‘লক্ষ্মী’ মুক্তি দিলেও আর হাঁটেননি ওই পথে। বারবার পিছিয়েও ওটিটিতে নয়, ‘বেল বটম’ মুক্তি দিচ্ছেন সিনেমা হলে। বলিউডের সমালোচকদের ভূয়সী প্রশংসা পেতে শুরু করেছে ছবিটি।
করোনার এই সময় হলে গিয়ে দর্শক সিনেমা দেখবে, সেটা ভাবা যায় না। তবে অক্ষয় সাহসটা করলেন হয়তো নিজের প্রতি আত্মবিশ্বাসের কারণে। গত পাঁচ বছরে বলিউডে একমাত্র অক্ষয়ের প্রায় প্রতিটি ছবিই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে! ১২ ছবির সবই সুপারহিট। মহামারিতে অনেকে যখন প্রেক্ষাগৃহের শেষ দেখছে, তখন হল চাঙা করতে হাজির সেই অক্ষয়ই।
ছবিটি স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার। ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে সাজানো ছবিটি পরিচালনা করেছেন রণজিত্ এম তিওয়ারি। এই ছবির জন্যই ১৮ বছরের রেকর্ড ভেঙে দুই শিফটে শুটিং করেন অক্ষয়। প্রায় দুই দশক ধরে দিনে এক শিফটের বেশি কাজ করেন না অক্ষয়। কিন্তু প্রযোজকের ক্ষতি পোষাতে এবং ২০২১ সালের জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি নিশ্চিত করতে দুই শিফটে কাজ করতে রাজি হন তিনি। তবে কোভিডের প্রকোপ বাড়ায় জানুয়ারিতে মুক্তি পায়নি ছবিটি। প্রজাতন্ত্র দিবসের বদলে মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের পরের সপ্তাহে।