এই তো কয়েক সপ্তাহ আগের কথা, ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা এমনই খবর শোনা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল সারপ্রাইজ দিলেন বিরাট কোহলি ঘরনি। জানালেন তিন বছর পর অভিনয়ে ফিরছেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। পরিচালনায় প্রসিত রায়। ছবির টিজারও প্রকাশ করেছেন আনুশকা।
২২ গজে বল হাতে ছুটে আসবেন আনুশকা, এই দৃশ্য দেখার অপেক্ষায় দর্শক। যদিও টিজারে তেমন কিছুই চোখে পড়েনি। ভারতীয় দলের নীল জার্সিতে আনুশকাকে দেখে দর্শক কী বলছেন? ‘ঝুলন’ আনুশকাকে দেখে বিভক্ত টুইটার। চাকদার এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে উঠবার লড়াই উঠে আসবে ‘চাকদা এক্সপ্রেস’-এ। কেমনভাবে প্রচলিত ধ্যান-ধারণা, প্রতিকূলতা ভেঙে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী ক্রিকেটার হিসাবে জায়গা ছিনিয়ে নিয়েছেন ঝুলন তা উঠে আসবে এই ছবিতে।
আনুশকা ভক্তরা তো দুর্দান্ত খুশি তিন বছর পর প্রিয় অভিনেত্রীর এমন ফেরাতে। তবে অনেকে বলছেন, ঝুলন হিসাবে আনুশকাকে একদমই মানাচ্ছে না। একজন লিখেছেন, ‘আমি আনুশকাকে ভালোবাসি, তবে উনি এই চরিত্রের জন্য একদম উপযুক্ত নন’। অপর একজন লেখেন, ‘বায়োপিক যখন বানাচ্ছেন কম করে একটু ত্বকের রঙটা মিলিয়ে নিতেন। একজন বাঙালি অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বাছা উচিত ছিল’। কারও প্রশ্ন, ‘কোনও শ্যামবর্ণা মেয়েকে কেন নেওয়া হল না এই চরিত্রের জন্য? শ্যামলা মেয়েদের নিয়ে কী সমস্যা এদের বোঝা যায় না’।