হোম > বিনোদন > বলিউড

কবিরের নতুন ছবিতেও রণবির

প্রথম ছবি মুক্তির আগেই আরও একটি ছবির পরিকল্পনা করেছেন পরিচালক কবির খান এবং রণবির সিং। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘এইটিথ্রি’ তৈরি হওয়ার সময়েই কবির একটি নতুন গল্প নিয়ে আলোচনা করেন রণবিরের সঙ্গে, যা এই অভিনেতার বেশ বেশ পছন্দ হয়। ছোট শহর থেকে আসা এক সাধারণ ছেলের গল্প নিয়ে তৈরি হবে সেই ছবি, যেখানে মুল চরিত্রে দেখা যাবে রণবিরকে। মফস্বল থেকে আসা ছেলেটি বড় শহরে এসে কী করে নিজের জায়গা তৈরি করে, তা নিয়েই বোনা হবে চিত্রনাট্য।

লকডাউন চলাকালীনই কাহিনির ভাবনাটি মাথায় এসেছিল কবিরের, যার প্রাথমিক চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি করেছেন তিনি। মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বরে ‘এইটিথ্রি’ মুক্তি পাওয়ার পরেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন পরিচালক। পরপর সালমন খানকে নিয়ে ‘এক থা টাইগার’,‘টিউবলাইট’ বানিয়েছিলেন।

এবার রণবীরের সঙ্গেও কবিরের জুটিও কি দীর্ঘস্থায়ী হবে? অন্য দিকে, রণবিরও ততদিনে ‘রকি অওর রানি কী প্রেম কাহানি’, ‘সার্কাস’ ইত্যাদি ছবির শুটিং শেষ করবেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে এই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না