ফের আলোচনায় পরিচালক প্রকাশ ঝা’র বিতর্কিত ওয়েবসিরিজ ‘আশ্রম’। রোববার রাতে শুটিং চলাকালীন সেটে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ক্রু মেম্বারদের মারধরের পাশাপাশি পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই মুহূর্তে শুটিং চলছে ‘আশ্রম-৩’এর শুটিং। সেখানেই হামলার মুখে পড়েন প্রকাশ ঝা’র টিম। এখনও এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে ঘটনার পর পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। আপাতত শুটিং বন্ধ।
২০২০ সালের আগস্টে ‘আশ্রম’ সিরিজের প্রথম পর্ব প্রকাশ্যে এসেছিল। সিরিজে মূলত ‘বাবা নিরালা’ অর্থাৎ ববি দেওল অভিনীত চরিত্রকে নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সিরিজ যত এগিয়েছে, তত তাঁর ভালমানুষির মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করে বাবা নিরালা। এসব কাহিনিই তুলে ধরা হয় ‘আশ্রম চ্যাপ্টার ২’তে। স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের মতো করে ‘বাবা নিরালা’ চরিত্রটিকে তুলে ধরা হয়েছে বলে অনেকেই মনে করেন। আর এসব বিষয় অনেকের ভালো লাগেনি- যে কারণে এর আগেও পরিচালককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল।
এই প্রথম নয়। গত বছর সিরিজটি প্রকাশ হওয়ার পর আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে তাঁদের আইনি নোটিসও পাঠানো হয়। সবমিলিয়ে সিরিজটি ঘিরে প্রশংসার পাশাপাশি যথেষ্ট সমালোচনাও রয়েছে। তারই এক চিত্র দেখা গেল গতকাল রোববার রাতে।