নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে পোস্ট করে আনুশকা জানিয়েছেন, তাঁর পরিবর্তে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের দায়িত্বে থাকবেন করনেশ শর্মা। আনুশকার ভাই করনেশ। ভাইয়ের সঙ্গে মিলেই এই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছিলেন আনুশকা। এবার প্রতিষ্ঠানের পুরো দায়িত্ব ভাইয়ের হাতেই ছাড়লেন তিনি।
আনুশকা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভাইয়ের সঙ্গে যখন এই প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম, তখন সিনেমা প্রযোজনার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। আর এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই করনেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই প্রতিষ্ঠান।’
কয়েকদিন আগেই খবরে এসেছিল আনুশকার তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ওটিটি প্ল্য়াটফর্ম খুলতে চলেছেন। যেখানে শুধুমাত্র দেখানো হবে নারী কেন্দ্রীক বিষয়বস্তুর সিনেমা।
অন্যদিকে, গুঞ্জন চলছে আমির খানের সঙ্গে নাকি জুটি বেঁধে এক নতুন সিনেমায় অভিনয় করবেন আনুশকা। তবে তারই মাঝে হঠাৎ কেন প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নিলেন আনুশকা তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।