হোম > বিনোদন > বলিউড

গোলাপি গাউনে নজর কাড়লেন দিশা পাটানি

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। এবার মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে গোলাপি গাউনে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।

গত শুক্রবার রাতের এই শোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেছেন দিশা। যা রীতিমতো ভাইরাল, সঙ্গে ভক্তদের প্রশংসায়ও ভাসছেন তিনি।

গতকাল অনলাইনে সে অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসে। রেড কার্পেটের ভিডিওতে দিশা পাটানিকে গোলাপি গাউনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরই হয়ে যায় ভাইরাল। আর আজ দিশা প্রকাশ্যে আনলেন সে অনুষ্ঠানের বেশ কিছু স্থির চিত্র।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। একজন লিখেছেন, ‘আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে।’ অন্য একজন নেটিজেন তাঁকে ‘মৎস্যকন্যা’ বলে ডেকেছেন। এ ছাড়া অনেকেই মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।

গত ৩০ জুন ওটিটিতে মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর ও অনিল কাপুরের সঙ্গে দিশা পাটানির সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’। সিরিজটির প্রিমিয়ারেও এই লুকে হাজির হয়েছিলেন তিনি।

দিশা পাটানিকে পরবর্তী সময় দেখা যাবে করণ জোহরের প্রযোজনায় অ্যাকশন-থ্রিলার ফিল্ম ‘যোধা’য়। সিনেমাটিতে এই অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নার সঙ্গে পর্দা শেয়ার করবেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর পাশাপাশি, দিশা পাটানিকে নাগ অশ্বিনের আলোচিত প্রকল্প ‘প্রজেক্ট কে’তেও দেখা যাবে।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র