সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। এবার মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে গোলাপি গাউনে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।
গত শুক্রবার রাতের এই শোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেছেন দিশা। যা রীতিমতো ভাইরাল, সঙ্গে ভক্তদের প্রশংসায়ও ভাসছেন তিনি।
গতকাল অনলাইনে সে অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসে। রেড কার্পেটের ভিডিওতে দিশা পাটানিকে গোলাপি গাউনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরই হয়ে যায় ভাইরাল। আর আজ দিশা প্রকাশ্যে আনলেন সে অনুষ্ঠানের বেশ কিছু স্থির চিত্র।
গত ৩০ জুন ওটিটিতে মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর ও অনিল কাপুরের সঙ্গে দিশা পাটানির সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’। সিরিজটির প্রিমিয়ারেও এই লুকে হাজির হয়েছিলেন তিনি।
এর পাশাপাশি, দিশা পাটানিকে নাগ অশ্বিনের আলোচিত প্রকল্প ‘প্রজেক্ট কে’তেও দেখা যাবে।