হোম > বিনোদন > বলিউড

কমেডিতে ভরপুর নতুন ‘বান্টি অউর বাবলি’

‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।

টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।

টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো