হোম > বিনোদন > বলিউড

‘সেক্রেড গেমস থ্রি-র জন্য চাই সাহসী অভিনেত্রী’— সাবধান করলেন অনুরাগ কাশ্যপ

নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।

যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।

বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!

বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।

অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ