জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পান্ডের—গতকাল শুক্রবার বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য।
কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী। মৃত্যুর খবর তিনি মানতে পারছিলেন না। অবশেষে তার বিস্ময়ই বাস্তব প্রমাণিত হল।
আজ শনিবার একটু আগে পুনম পান্ডে নিজেই জানালেন, তিনি মরেননি, বেঁচে আছেন। একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।
পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ম্যানেজার নিকিতা শর্মাও অফিশিয়াল বিবৃতিতে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।