রাজ কাপুরের বায়োপিক করতে চান রণবীর কাপুর। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে লেখা বই ‘রাজকাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’ প্রকাশনা অনুষ্ঠানে নাতি রণবীর জানালেন তাঁর এই ইচ্ছের কথা।
দাদা রাজ কাপুর বেঁচে থাকলে তাঁর সঙ্গে কী করতে চাইতেন? বই প্রকাশের অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘মদের গ্লাস হাতে দুজনে গল্প করতাম, গল্প শুনতাম। জীবনের গল্প।’