ছবির শুটিং করতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শুটিংয়ে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলেন তিনি।
‘ভুল ভুলাইয়া ২’ ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করছিলেন কার্তিক আরিয়ান। দৃশ্যটি ছিল এমন, তিনি প্রচন্ড চিৎকার করবেন। সেটা করতে গিয়ে এক পর্যায়ে কার্তিক দেখলেন, তাঁর গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না।
চিকিৎসক আশ্বস্ত করেন, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন বিশ্রাম পেলেই সব ঠিক হয়ে যাবে।
‘ভুল ভুলাইয়া’ ছবির প্রথম সিক্যুয়েলের শুটিংয়ে একটি দৃশ্যে অভিনয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিদ্যা বালান। দ্বিতীয় সিক্যুয়েলে এসে এবার কার্তিকের সঙ্গে এমন ঘটনা ঘটল। বিষয়টি কাকতালীয় নয় কি!
গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘ভুলভুলাইয়া-২’ এর শুটিং। এতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করছেন টাবু ও কিয়ারা আদভানি। ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরের ১৯ নভেম্বর।