হোম > বিনোদন > বলিউড

প্রশংসায় ভাসছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে অজয়ের ফার্স্টলুক

বলিউডের বহুল কাঙ্ক্ষিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অজয় দেবগনকে দেখা যাবে এমন গুঞ্জন আগেই চাউর হয়েছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন অজয় নিজেই। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনীত চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ করলেন অজয়। এই সিনেমায় দোর্দণ্ড প্রতাপ এক চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে, লুকেই মিলল তার ইঙ্গিত।

ফার্স্ট লুকে দেখা গেছে, অজয় দেবগনের পরনে সাদা প্যান্ট-শার্ট। তার ওপর ধূসর রঙের কোট। মাথায় টুপি। আর চোখে কালো চশমা। গাড়ির সামনে দাঁড়িয়ে ভিন্ন অবতারে দেখা দিলেন অভিনেতা। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ লুক প্রকাশ করে অজয় লিখেছেন, ‘নিজের পরিচয় দিতে আমি আসছি। আগামীকাল প্রকাশ পাবে ট্রেলার। ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।’

নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে অজয়ের এ ফার্স্ট লুক। রীতিমতো প্রশংসায় ভাসছেন তিনি।

সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। মাফিয়া কুইন গাঙ্গুবাইয়ের ভূমিকায় আলিয়ার একাধিক লুক মুক্তি পেলেও অজয়ের লুক আড়ালেই রেখেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।

হুসেইন জায়েদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর গল্পের আদলেই তৈরি হয়েছে এই ছবি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ষাটের দশকের মুম্বাইয়ে এই একটি নামেই কাঁপত মায়ানগরীর ডন-মাফিয়ারা। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে নারী ছিলেন তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বাই মাফিয়া কুইন’ নামে পরিচিত, যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেন সূর্যের আলো ঢোকাই নিষিদ্ধ ছিল। মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লিতে বিক্রি হওয়া গাঙ্গুবাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন প্রভাবশালী নেত্রী হিসেবে। যৌনপল্লি থেকে রাজনীতিক হওয়ার যাত্রা সহজ ছিল না তাঁর জন্য। কামাথিপুরার সেই ডাকসাইটে গাঙ্গুবাইয়ের জীবনকাহিনিই পর্দায় ফুটে উঠতে চলেছে এবার।

এদিকে ছবির নির্মাতা সঞ্জয় লীলা বানশালির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আলিয়া ভাট, অজয় দেবগন অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর প্রিমিয়ার হবে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো