হোম > বিনোদন > বলিউড

নওয়াজুদ্দিনের বিরুদ্ধে স্ত্রীকে ‘সাত দিন’ না খাইয়ে রাখার অভিযোগ

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।

আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর অভিযোগ, তাঁর মক্কেল আলিয়াকে সাত দিন ধরে না খাইয়ে রেখেছেন নওয়াজ। এ ছাড়া নওয়াজ ও তাঁর পরিবার আলিয়াকে গ্রেপ্তারের হুমকিও দিয়েছেন। তাঁরা আলিয়ার ওপর নানা অত্যাচার করছেন। 

আইনজীবী আরও জানিয়েছেন, আলিয়াকে শোয়ার জন্য বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনকি আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা কয়েকজন পুরুষ দেহরক্ষী মোতায়েন করেছেন। 

পুলিশের কাছ থেকেও কোনো সাহাজ্য পাওয়া যায়নি জানিয়ে আলিয়ার আইনজীবী বলেন, ‘যদিও আমি সরাসরি পুলিশ বিভাগের কর্তব্য ও ব্যর্থতার জন্য তাঁদের দায়ী করতে চাই না, তবুও সত্যটি হলো কোনো পুলিশ অফিসার আমার মক্কেলের অধিকার রক্ষা করতে আসেননি।’ 

নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করে আরও বলেন, ‘তাঁরা আমার মক্কেলের সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছেন না। তবে আমি ও আমার টিম কৌশলে অভিযোগপত্রে আলিয়ার সাক্ষর নিতে পেরেছি।’

তবে আলিয়ার আইনজীবীর এ অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত নওয়াজ ও তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

গত কয়েক বছর ধরেই নওয়াজ-আলিয়া দম্পতি সম্পর্কের অবনতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসেছেন। ইতিমধ্যে আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত সপ্তাহেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা আলিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন। 

আলিয়া বর্তমানে তাঁর সন্তান ইয়ানি এবং শোরাকে নিয়ে আন্ধেরিতে নওয়াজের বাড়িতেই অবস্থান করছেন। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। 

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের