শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। ইতিমধ্যেই বক্স অফিস জমজমাট। সিনেমা হলে রমরমিয়ে চলছে এই ছবি। করোনা পরবর্তী সময়কালে মুক্তি পেতেই বক্স অফিসে আশার আলো জাগিয়েছে এই ছবি। রোহিত শেঠি পরিচালিত এই ছবি প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে সাড়ে ২৪ কোটির ব্যবসা করেছে। শুধু তাই নয়, ‘সূর্যবংশী’ ছবি নিয়ে এতটাই আগ্রহ জন্মেছে মনে যে সারা রাত হলে এই ছবি চালানোর পরেও ভোর সাড়ে চারটায় দর্শকদের চাপে নতুন শো শুরু করতে হয়েছে বলে বলছে ভারতীয় গণমাধ্যম। তবে পাঞ্জাবে ঘটেছে ভিন্ন ঘটনা। সেখানে অক্ষয়ের এই ছবি বন্ধ করার দাবি জানিয়েছে একদল কৃষক। শনিবার পাঞ্জাবে হোশিয়ারপুরের একটি হলে ‘সূর্যবংশী’-র শো বন্ধ করে দিয়েছে একদল কৃষক।
সরকারের কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান তুলতে তুলতে আন্দোলনরত কৃষকের দল এই কাণ্ড ঘটিয়েছে। তাদের দাবি, সারা দেশ জুড়ে সরকারের এই কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এই ছবিতে তাঁদের বিষয় কিংবা কৃষকদের সমর্থনে একটি বাক্যও খরচ করেননি অক্ষয়। রাখা হয়নি কোনও দৃশ্যও।