হোম > বিনোদন > বলিউড

ক্রিকেটারের প্রেমে মজেছেন সুনীল শেঠি কন্যা

বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।

৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।

আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।

ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।

হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না