বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।
প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।