হোম > বিনোদন > বলিউড

একসঙ্গে যখন বলিউডের ‘গার্লস গ্যাং’

বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।

মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে। 

রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।

বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।  

গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।

একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো