দুই বছর পেরিয়ে গেল, পর্দায় নেই ক্যাটরিনা কাইফ। ‘ভারত’ ছবিই শেষ। মুক্তির অপেক্ষায় আছে ‘সূর্যবংশী’ , ‘ফোন বুথ’। মাত্র দুই ছবি। অপেক্ষা, করোনা-ঝড়ের পরবর্তী সময়ে ক্যাটরিনা কতটা ঘুরে দাঁড়াতে পারেন, সেটা দেখার। কারণ প্রতিদ্বন্দ্বী আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনরা যখন একের পর এক ছবির ঘোষণা দিয়ে আলোচনায়। সেখানে গত কয়েক দিন ক্যাটরিনা আলোচনায় বিয়ের গুঞ্জনে।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল বাগদান পর্ব সেরে ফেলেছেন বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। তবে ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে করণ জোহর থেকে শুরু করে হর্ষবর্ধন কাপুর—সবাই প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন এই দুই তারকার ‘প্রেম’-এর কথা।
ছবি বাছাই, অভিনয় ও রুচিবোধ ক্যাটরিনা কাইফকে বলিউডের প্রথম সারিতে নিয়ে গেছে। ‘কামলি কামলি’, ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ আর ‘আফগান জালেবি’ গানে দুর্দান্ত নাচের কারণে সুপারডুপার হিট হয়েছেন। ‘নিউইয়র্ক’, ‘এক থা টাইগার’ , ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রাজনীতি’, ‘ধুম থ্রি’র মতো ছবিতে পর্দা মাতিয়েছেন ক্যাটরিনা। মডেল হতেই এসেছিলেন ভারতে। ২০০০ সালে ‘বুম’ নামের একটি ছবি দিয়েই যাত্রা শুরু ক্যাটরিনার। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর সালমান খানের হাত ধরে নতুনভাবে ক্যারিয়ার শুরু হয়। ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ দিয়ে টিকে যান বলিউডে। হিন্দি ছবির পাশাপাশি তেলুগু ও মালয়ালাম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা।