হোম > বিনোদন > বলিউড

এখনো শুটিংয়ে না ফেরার কারণ জানালেন আনুষ্কা

অভিনয়শিল্পী আনুষ্কা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির ঘরে গেল জানুয়ারিতে আসে কন্যা ভামিকা। সন্তান হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে। এখনো আনুষ্কা শর্মার কাজে ফেরার কোনো খবর নেই। এবার তিনি সবিস্তারে জানালেন এর কারণ। শিগগিরই যে তাঁর শুটিংয়ে ফেরার সম্ভাবনা নেই, সেই ইঙ্গিতও দিয়ে দিলেন।   

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুষ্কা মুখ খুলেছেন। তিনি বলেছেন, নতুন কাজে যোগ দিতে কিছুটা সময় নেবেন। আনুষ্কা আরও বলেন, একজন অভিনয়শিল্পী ও সৃজনশীল ব্যক্তি হিসেবে নতুন কিছু উদ্ভাবন এবং নিজেকে নতুন করে তৈরি করার জন্য তাঁর কিছুটা সময় প্রয়োজন। 

মানসিক অবস্থার কথা জানতে চাইলে আনুষ্কা বলেন, বর্তমানের কঠিন সময়ের পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি দরকার। এ কারণেই একটু সময় নেওয়া প্রয়োজন। 

আনুষ্কা যোগ করেন, ‘আমার শরীর আগের মতো নেই। আমি ফিট থাকতে পছন্দ করি। নিজেকে ফিট রাখতে কাজও করছি। আমার ত্বক অবশ্য আগের তুলনায় ভালো হয়েছে।’ 

উল্লেখ্য, আনুষ্কাকে শেষবার দেখা গেছে ‘জিরো’ ছবিতে। তাতে তাঁর সহকর্মী ছিলেন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। ওই ছবির পরিচালনায় ছিলেন আনন্দ এল রাই।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র