হোম > বিনোদন > বলিউড

দীপিকাকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন সালমান

হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে প্রথম সিনেমা করার প্রস্তাব কে দিয়েছিলেন? উত্তর শুনলে অবাক হতে পারেন অনেকে। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য দিলেন এই অভিনয়শিল্পী। দীপিকা বলেন, সালমান খান তাঁকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান না করলে তাঁর ‘প্রথম’ চলচ্চিত্র হতে পারত। 

সালমানের সঙ্গে সম্পর্ক কেমন জানতে চাইলে দীপিকা জানান, ‘আমাদের সব সময় একটি সুন্দর সম্পর্ক ছিল। আমি তাঁর কাছে কৃতজ্ঞ থাকব কারণ তিনি প্রথম, যিনি আমাকে চলচ্চিত্রে আসার প্রস্তাব দিয়েছিলেন। আমি সবে তখন মডেলিং শুরু করেছি, চলচ্চিত্রে আগ্রহী নই বলে ফিরিয়ে দিয়েছিলাম প্রস্তাব।’ 

সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘গেহরাইয়া’ তারকা আরও বলেন, ‘তিনি আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। যদিও আমি নিজের সম্ভাবনা বুঝতে পারিনি তখনো।’ 

২০০৭ সালে দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন ফারাহ খান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন দীপিকা। 

এদিকে দীপিকা পাড়ুকোনের সামনে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে একটি ছবি, অমিতাভ বচ্চনের সাথে ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ এবং একটি হলিউড চলচ্চিত্র।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো