হোম > বিনোদন > বলিউড

ভিকি-ক্যাটরিনার বিয়ের শর্তে বিরক্ত অতিথিরা

বলিউডের বহুল আলোচিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর বিয়ে করবেন। রাজকীয় বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। হোটেল বুকিং থেকে শুরু করে সাজসরঞ্জাম নির্বাচন, সবই করা হয়েছে। বিয়ের কথা গোপন রাখতে ভিকি-ক্যাটরিনা প্রতিদিনই নতুন নিয়ম করছেন আগত অতিথিদের জন্য। এসব নিয়মকানুন ও কঠোরতায় অতিথিরা বিরক্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।

বিয়েতে উপস্থিত এক অতিথি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ভিকি-ক্যাটরিনার বিয়ের সমন্বয়কারী টিম প্রতিদিন একটি করে নতুন নিয়ম পাঠায়। অতিথি বলেন, ‘আমি জানি না তাদের টিম এসব নিয়ে এত চাপ নিচ্ছে, নাকি দম্পতি নিজেরাই তাদের বিয়ে গোপন রাখতে চাইছেন। বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রতিদিনই নতুন নতুন শর্ত সামনে আসে। ঈশ্বরের জন্য এই বিবাহ। কোনো রাষ্ট্রের গোপনীয়তা নয় যার জন্য এত পাহারা বসানো হচ্ছে!’
অতিথি আরও বলেন, ‘কিছু শর্ত আপত্তিকর এবং অপমানজনক। আপনি যদি আপনার অতিথিদের বিশ্বাসই না করতে পারেন, তাহলে কেন তাদের ডাকবেন? এটা করো, ওটা করতে পারবে না, বলা হচ্ছে প্রতিদিন।’

অন্যদিকে, ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, বিয়েতে আগত অতিথিদের জন্য একটি নতুন চুক্তিপত্র তৈরী করা হয়েছে। অতিথিদের চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্র প্রকাশ করা যাবে না। এর অর্থ এই যে তারা দম্পতির বিয়েতে তাদের উপস্থিতি সম্পর্কে কথা বলতে পারবে না, ছবি তুলতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে পারবে না, বিয়ের স্থানের বিবরণ শেয়ার করবে না, ফোন ব্যবহার করবে না।

অনুষ্ঠানস্থলে এখন অতিথিদের ওপর এত শর্ত চাপিয়ে, মনে হচ্ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েকে তাদের সম্পর্কের মতোই গোপন রাখতে চান।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র