‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।