হোম > বিনোদন > বলিউড

প্রযুক্তিগত কারণে নয়, বাজেটের সংকটে আটকে আছে হৃতিকের ‘কৃশ-৪’

দুই দশক আগে শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজি। প্রথম সিনেমা ‘কোই মিল গ্যায়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। প্রথম কিস্তির জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আরও দুই কিস্তি নির্মাণ করেন রাকেশ রোশন। সবশেষ ‘কৃশ-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক।

তবে দর্শক ও অনুরাগীদের মধ্যে সাড়া জাগানোর পরেও প্রায় অনিশ্চিত ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ। চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ ৪’ নিয়ে আলোচনা শুরু হয়। তখন জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি। তবে এবার হৃতিক রোশনের বাবা ও সিনেমাটির পরিচালক রাকেশ রোশন জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে নয়, বাজেট সংকটে আটকে রয়েছে সিনেমাটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাকেশ রোশন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, বাজেট সংক্রান্ত কারণেই নাকি এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা। রাকেশের কথায়, ‘ওটিটি প্ল্যাটফর্মের এই যুগে এখনো পর্যন্ত দর্শকেরা প্রেক্ষাগৃহে ফিরছেন না। এদিকে ‘‘কৃশ ৪’’ বানাতে হলে বেশ বড় মাপেই বানাতে হবে। হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। আমাদের এখানে সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। এই বাজেটে কী ভাবে বড় মাপের ছবি তৈরি হবে!’

এরপর তিনি বলেন, ‘বাজেটের কারণে যদি আমি ১০টার বদলে ৪টা অ্যাকশন দৃশ্যের শুটিং করি, আর বাকি দৃশ্যগুলো ভিএফএক্স দিয়ে চালিয়ে দিই, তাহলেও তো ভিএফএক্সের গুণগত মানও তেমন হতে হবে। এদিকে বিগ বাজেটের ছবি আজকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন ভালো ব্যবসা করছে না। সবদিকে বিচার না করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’

‘কৃশ ৪’-এর ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হলেও চলতি বছরে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কোই মিল গ্যায়া’। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে বিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ আগস্ট সারা ভারতে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র