অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার আলোচনায় এসেছেন পুনম পান্ডে। সবশেষ গতকাল শুক্রবার নিজের মৃত্যুর ভুয়া সংবাদ নিজেই ছড়িয়ে আলোচনায় আছেন তিনি। জানিয়েছেন, একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
সেই সঙ্গে ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।
ভিডিও বার্তায় পুনম বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আসলে আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে অনেকে জরায়ুমুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’
পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কেড়ে নিচ্ছে। জরায়ুমুখ ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখাল। যাঁরা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’