মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘জওয়ান’-এর দাপট কমেনি। মুক্তির প্রথম দিন ভোর থেকেই শাহরুখের ভক্তরা দেখিয়েছে বলিউড বাদশাহর প্রতি তাদের ভালোবাসা, এর উত্তরও ভালোবাসা দিয়ে দিয়েছেন শাহরুখ।
এবার একদম অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করলেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শাহরুখের ফ্যান ক্লাব লিখেছে, ‘মীর তাজ মুহম্মদের স্মৃতির উদ্দেশে বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স দুস্থ নারী ও শিশুদের জন্য ‘জওয়ান’-এর একটি চ্যারিটি শোর আয়োজন করেছে।’
আর সেই ভিডিও চোখে পড়ে শাহরুখ খানের। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে।’
প্রসঙ্গত, ‘জওয়ান’-এর আয় ইতিমধ্যে ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিসে ৫২৬.৭৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।