হোম > শিক্ষা

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক

পাদোয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা দেশটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পাদোয়া বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের আইইএলটিএসের প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধা

পাদোয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সব ধরনের টিউশন ফি মওকুফ করা হবে। প্রতিবছর শিক্ষার্থীদের ৮ হাজার ইউরো (১০ লাখ ৫৯ হাজার ২০০ টাকা) দেওয়া হবে। এর বাইরেও শিক্ষার্থীদের জন্য আরও ৭ হাজার ইউরো মূল্যের আঞ্চলিক বৃত্তির সুযোগ রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

২০২৫ সালের পাদোয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নের সুযোগ রয়েছে। এই কোর্সগুলো হলো বিজ্ঞান, প্রকৌশল, কলা ও আইটি। স্নাতক ডিগ্রির জন্য রয়েছে কৃষিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন স্কুল, প্রকৌশল স্কুল ও মনোবিজ্ঞান স্কুল। এ ছাড়া স্নাতকোত্তরের জন্য রয়েছে কৃষিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন স্কুল, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান স্কুল, প্রকৌশল স্কুল ও মেডিসিন স্কুল।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই ইতালির নাগরিকত্ব থাকা যাবে না। মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। যাঁরা পিএইচডির জন্য আবেদন করতে চান, তাঁদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

বৈধ পাসপোর্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট। উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা। জীবনবৃত্তান্ত (সিভি), প্রেরণাপত্র, ভাষা দক্ষতার সার্টিফিকেট, নির্বাচিত ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দিষ্ট নথিপত্র।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মে ২০২৫।

জকসু নির্বাচন: ভোট নিয়ে শিক্ষার্থীরা আবার সন্দিহান

৬৭ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি শিগগির

এইচএসসির নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, ফল প্রকাশ ১০ মার্চের মধ্যে

জকসু ভোট মঙ্গলবার, ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে মানা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: ৯ জানুয়ারি সকালের পরিবর্তে বিকেলে

জকসু নির্বাচন: ‎বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, অপেক্ষা ইসির অনুমোদনের

গাউনে মোড়া সাফল্যে সোনার পদক ৪১ কৃতীর

শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলার পরামর্শ দেব

যে ফটক ইতিহাস বলে

ফিনল্যান্ডে ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি