হোম > শিক্ষা

আইইএলটিএস লিসনিং (পর্ব-৩.৩)

মোস্তাকিম শুভ, সেলটা

Listening to Modifier

২। কোয়ালিফায়ার

বাক্যের অন্তর্গত যে শব্দ বা শব্দগুচ্ছ তার বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থকে যোগ্য বা সম্পূর্ণ করে তোলে (অর্থাৎ তার অর্থকে অর্থবহ করে তথা নিয়ন্ত্রণ করে) তাকে কোয়ালিফায়ার বলে। কোয়ালিফায়ার বিশেষ্য বা ক্রিয়াপদকে ব্যাখ্যা করে, তার কার্যক্রম বা বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে।

তবে কোয়ালিফায়ার এবং বাক্যের বিশেষ্য বা ক্রিয়াপদ একে অন্যের পরিপূরক অর্থাৎ একটি ব্যতীত অন্যটি সম্পূর্ণ নয়। সুতরাং কোনো বাক্য থেকে কোয়ালিফায়ার উঠিয়ে নিলে ওই বাক্যটি ব্যাকরণগতভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে। মডিফায়ারের ক্ষেত্রে তা হয় না। বরং কোনো বাক্য থেকে মডিফায়ার সরিয়ে নেওয়া যায় অনায়াসে এবং তখনো ব্যাকরণগতভাবে বাক্যটি সম্পূর্ণ সঠিক থাকে।

এখানে উল্লেখ্য, মডিফায়ারের শব্দ বা শব্দগুচ্ছকে কোনো বাক্য থেকে সরিয়ে নিলে ব্যাকরণগত ওই বাক্যের কোনো পরিবর্তন হয় না (যদিও অর্থ পরিবর্তন হয়)। এমনটির পরও বাক্যটি ব্যাকরণগত পূর্ণ বা সঠিক থাকে। যেমন—This is a red pen (red-মডিফায়ার, pen-হেড নাউন)

This is a pen (red-সরিয়ে নেওয়ার পর ব্যাকরণগত বাক্যটি ঠিক আছে)

৩। কোয়ানটিফায়ার

বাক্যের অন্তর্গত শব্দ বা শব্দগুচ্ছ যখন তার বিশেষ্য পদের পরিমাপ বা পরিমাণ বোঝায় তখন তাকে কোয়ানটিফায়ার বলে। যেমন- I saw few people in the program. Jack has many friends here. Lisa has much knowledge about this topic.

৪। লিসেনিংয়ে মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ার

লিসেনিংয়ের কোনায় কোনায় (এমনকি প্রতিটি প্রশ্নে) মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ব্যবহার অবশ্যম্ভাবী। সুতরাং এই বিষয়টি না জানলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। জানলে-বুঝলে বিষয়টি অত্যন্ত সহজ। আর অনুশীলন করলে পরীক্ষাতেও ভালো করা সম্ভব।

[পর্ব-৩.৪ আগামী সংখ্যায়]

আরও পড়ুন:

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)