হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারে আবার মূল্যসূচকের বড় পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে আবার মূল্যসূচকের বড় ধরনের পতন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং সার্বিক লেনদেনের পরিমাণ। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ৯৬ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৫১ পয়েন্ট। 

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ডিএসইর প্রধান মূল্যসূচক কমল। 
এ ছাড়া ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। 

বুধবার ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২৫৭টির, বেড়েছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। 

ডিএসইতে আজ মোট ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

বুধবার ডিএসইতে শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, সোনালী পেপার, ডেলটা লাইফ, পাওয়ার গ্রিড এবং অ্যাকটিভ ফাইন লিমিটেড। 

আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৫১ পয়েন্ট কমে ২০ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮৪টির, বেড়েছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

এদিকে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ডকে এক্সপোজার লিমিটেডের বাইরে রাখা হবে। এ ছাড়া বাজারদরের পরিবর্তে শেয়ারের ক্রয়মূল্যকে এক্সপোজার লিমিট হিসেবে গণনার ঘোষণা দেওয়া হবে। কিন্তু বৈঠকে এমন ঘোষণা দেওয়া হয়নি। আজ পুঁজিবাজারে এমন খবর ছড়িয়ে পড়ায় সাধারণ বিনিয়োগকারীরা বেশি হারে শেয়ার বিক্রি করেন। ফলে পুঁজিবাজরে মূল্যসূচকের বড় ধরনের পতন হয়। 

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা