হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারে ‘২৮ অক্টোবর’ প্রভাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় জনমনে যে রাজনৈতিক অস্থিরতার আতঙ্ক বিরাজ করছে, তার নেতিবাচক প্রভাব দেখা গেছে পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সিএসইতে বাড়লেও ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। 

২৮ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, সমাবেশ ঘিরে দুই দলই পক্ষে-বিপক্ষে কথা বলছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। তাঁরা নতুন বিনিয়োগে না গিয়ে পর্যবেক্ষণ করছেন। দিনের লেনদেন শুরু হওয়ার আগেই বিভিন্ন ব্রোকারেজ হাউসে আলোচনার বিষয় হয়ে ওঠে ২৮ অক্টোবর।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা, যা আগের দিনে ছিল ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০০ কোটি ৬৮ লাখ টাকা। এই লেনদেন গত ১০ অক্টোবরের পর সর্বনিম্ন।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, চারপাশের পরিস্থিতি দেখে মানুষ বিনিয়োগ করতে চায়। এ কারণেই আজকে ক্রেতা ও বিক্রেতার সক্রিয়তা কম ছিল। বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা