পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের পর নতুন করে আরও তিনজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশনাররা হলেন অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, ড. এ টি এম তারিকুজ্জামান ও মোহাম্মদ মোহসীন চৌধুরী। আগামী চার বছর চুক্তিভিত্তিক মেয়াদে তাঁদের নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তাঁদের নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ মে বিএসইসির তিনজন কমিশনারের চার বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুন করে তিনজন কমিশনারকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।