হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের বড় উত্থান হয়েছে। সূচকের উত্থানের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯১৬ দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৪৯৫ দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে বুধবার দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের ১১৭ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে ডিএসইতে দুই হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে বুধবার ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত ছিল ৩২ টির শেয়ারের মূল্য।

বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, ম্যাকসন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, জনতা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এ লঙ্কাবাংলা। 

বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট বেড়ে ৩০ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনকৃত ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭১ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত ছিল ৩৫ টির দাম। 

বুধবার সিএসইতে ৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে সিএসইতে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।   

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা