হোম > অর্থনীতি > করপোরেট

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার গর্ভবতী নারীদের প্রসবসেবায় প্রশংসিত

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাভাবিকভাবে সন্তান প্রসবে খুশি সেবা নিতে আসা গর্ভবতী নারীরা। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে গত সোমবার স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন সিফাত জাহান নামের এক নারী। ব্যথা মুক্তভাবে সন্তান প্রসব করানোর জন্য সেবা দেওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন তাঁর স্বামী।

সিফাত জাহানের স্বামী বলেন, আমরা মিরপুর থেকে ঢাকার আলোক হাসপাতালে আসি। আমার স্ত্রীর নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করানোর জন্য। এখানে বলে রাখা ভালো যে আমরা আগে থেকেই এই হাসপাতালে চিকিৎসক হালিমা খানমের অধীনে চিকিৎসা নিচ্ছিলাম। তাঁর আন্তরিকতায় আমার স্ত্রীকে আলোক হাসপাতালে ভর্তি করাই নরমাল ডেলিভারির আশায়। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই রিসেপশন থেকে শুরু করে ওপরের লেবার রুমের সবাই আন্তরিকতার সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেন।

সিফাত জাহানের স্বামী আরও বলেন, চিকিৎসক প্রতি মুহূর্তে রোগীর খবর নিচ্ছিলেন এবং সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী সিফাত জাহান মৌ ব্যথামুক্ত নরমাল ডেলিভারির মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীর আলোর মুখ দেখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনেক গর্ভবতী মা সন্তান প্রসবের সময় ব্যথা সহ্য করতে চান না। এই জন্য আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে ব্যথামুক্ত সন্তান প্রসবে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন