হোম > অর্থনীতি > করপোরেট

ইভ্যালির গাড়ি ফিরিয়ে না দিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কয়েকটি গাড়ি কিছু মানুষের কাছে আটকে আছে। এসব গাড়ি আগামী রোববারের মধ্যে ফিরিয়ে না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ বৃহস্পতিবার নিলামের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। 

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইভ্যালির পাওনাদারদের পাওনা পরিশোধ করা। সে উদ্দেশ্যে আমরা নিলাম ডেকেছি। ভবিষ্যতে আরও নিলাম ডাকব। যে গাড়িগুলো নিলাম করা হচ্ছে সেই গাড়ি ইভ্যালির ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো না। কেউ যদি নিলামে সর্বোচ্চ দাম দেয়, তাও তার কাছে গাড়ি বিক্রি করা হয় না, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়। যত সম্ভব বেশি দাম প্রদানকারীর কাছেই গাড়ি বিক্রি করা হবে। ইভ্যালির পাঁচ বোর্ড সদস্য ও তাঁদের আত্মীয়স্বজন কেউ এই নিলামে অংশগ্রহণ করতে পারবে না। 

তিনি আরও বলেন, ‘অন্যের গাড়ি আটকে রাখা মানে চুরি। ইভ্যালির গাড়ি অনেকেই আটকে রেখেছেন। আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পুলিশি অ্যাকশনে যাব।’

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত