দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম। এখন থেকে শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক ও প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।
নাজমুল হোসেন শান্তর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা বার্জার পেইন্টসের সুনাম বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।