নিলামে ইভ্যালির মালিকানাধীন একটি টয়োটা এক্সিও বিক্রি হয়েছে ১৫ লাখ ৩৫ হাজার টাকায়। আবুল হাসনাত রাসেল নামের এক ক্রেতা গাড়িটি কিনেছেন। গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৯ লাখ ১৮ হাজার। অন্যদিকে হোন্ডা ভেসেল বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার টাকায়। কিনেছেন কানিজ ফাতিমা নামের এক ক্রেতা। তিনি পেশায় আইনজীবী।
কানিজ ফাতিমা বলেন, ‘ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি কিনেছি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন।
নিলামের তালিকায় টয়োটা প্রিউস ছাড়াও রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।
টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: