আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের জন্য ফোর্ড এভারেস্ট এক্সএলটি গাড়ির দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠানটি।
ফোর্ড বাংলাদেশ এম অ্যান্ড ইউ মোটরস লিমিটেডের সঙ্গে আইপিডিসির স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে আয়োজিত ওই প্রদর্শনীতে ফোর্ড এভারেস্ট এক্সএলটির বিভিন্ন ফিচার ও দর্শনীয় ডিজাইন দর্শনার্থীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার উপস্থিতি আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এএমডি রিজওয়ান দাউদ সামস, হেড অফ রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অফ অটো লোন এইচ এম পারভেজ খান, ফোর্ড বাংলাদেশের হেড অফ সেলস এম জি কে মুইনুদ্দীন, হেড অফ মার্কেটিং নাফিজ ইমতিয়াজসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।