হোম > অর্থনীতি > করপোরেট

বিএসডিআইতে বিভিন্ন আয়োজনে ‘গ্লোবাল মানি উইক’ পালিত

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সোমবার গ্লোবাল মানি উইক-২০২৪ শেষ হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়, আর্থিক প্রচার, সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা ও বিভিন্ন আকর্ষক কার্যক্রমের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান ১৮ থেকে ২৪ মার্চ চলে। 

বিএসডিআই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় মানসিকতা তৈরি সপ্তাহজুড়ে অর্থ উপার্জন এবং সঞ্চয়কে কেন্দ্র করে ভিডিও তৈরি এবং পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম আয়োজন করেছে। এই উদ্যোগগুলো তরুণদের মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক দক্ষতা গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়, যাতে তাঁদের আত্মবিশ্বাসের সঙ্গে আর্থিক ভবিষ্যৎ নেভিগেট করার ক্ষমতা তৈরি করে। সমাপনী অনুষ্ঠানে দুটি অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনা এবং বিভিন্ন সেক্টরের বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি, অর্থ ব্যবস্থাপনা এবং বিশেষ করে ছাত্রজীবনে সঞ্চয়ের তাৎপর্যের বিষয়ে তাদের দক্ষতা শেয়ার করেন। 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক ইকবাল মহসিন একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে আর্থিক সাক্ষরতার গুরুত্বের ওপর জোর দিয়ে মূল বক্তব্য দেন। বক্তাদের মধ্যে আরও ছিলেন আইসিটি ডিভিশনের প্রধান সিনিয়র কনসালট্যান্ট সিদ্ধার্থ গোস্বামী এবং ইউএনডিপি বাংলাদেশের প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশালিস্ট দেবাশীষ রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং গ্লোবাল মানি উইক ২০২৪-এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপন। 

প্রথম প্যানেল আলোচনায় অতিথিরা বিচক্ষণ অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয় অভ্যাসের তাৎপর্য, বিশেষ করে ছাত্রজীবনের গঠনমূলক বছরগুলিতে এবং দ্বিতীয় প্যানেল আলোচনায় শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপপরিচালক আমেনা হাসান এবং সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক কাবিল খানের সঙ্গে আলাপচারিতা করার, প্রশ্ন জিজ্ঞাসা করার এবং আর্থিক বিষয়ে আরও অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ পায়। 

শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টাকে তুলে ধরে ভিডিও প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনার বিজয়ীদের তাঁদের প্রতিভা এবং আর্থিক সাক্ষরতা প্রচারে অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট অতিথিদের দ্বারা পুরস্কৃত করা হয়। অতিথিদের অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল মানি উইক ২০২৪-এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপন সব অতিথির হাতে স্যুভেনির তুলে দেন। 

বিএসডিআইতে গ্লোবাল মানি উইক ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানটি বাংলাদেশের তরুণদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং ক্ষমতায়নের জন্য প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রমাণ হিসেবে কাজ করেছে।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা