হোম > অর্থনীতি > করপোরেট

পাখি পালন ও ভ্লগে ভালো আয় সোহানের

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের বাসিন্দা সোহান খান। তিনি পড়াশোনার পাশাপাশি শখের বসে পাখি পালেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে করেন ভ্লগিং (ভিডিও ব্লগ)। এসবে তাঁর মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হচ্ছে। সোহানের ভ্লগিং দেখে অনেকে পাখি পালনের অনুপ্রেরণা পাচ্ছেন।

সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু করেন সোহান খান। ২০১৮ সালে তিনি বড় পরিসরে পাখি পালন শুরু করেন। এই অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে তিনি ফেসবুকে ‘বার্ডস ভ্যালি’ নামের পেজ খোলাসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভ্লগিং শুরু করেন।

সোহানের বার্ডস ভ্যালি খামারে তোতাপাখি প্রজাতির ককাটিয়েল, কনুর, লরি, লাভ বার্ডসহ প্রায় ১০০ জোড়ার ওপরে বিভিন্ন পাখি আছে। প্রতিদিন তিনি পাখির লালন-পালনের কাজ ভ্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছেন অনেক মানুষ।

বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছেন পাখি পালন আসা নতুন খামারিরা। ভ্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারছেন তাঁরা।

টাঙ্গাইলের মাওলানা মোহাম্মদ আলী কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন বলে জানান সোহান খান। তিনি বলেন, ‘বার্ডস ভ্যালি খামারটি আমার আয়ের অন্যতম উৎস। ভ্লগিং করে ও পাখি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা মাসে আয় হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে খামারটি বড় করে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অনলাইন প্ল্যাটফর্মটিকে সব পাখি প্রেমী মানুষের কাছে পৌঁছে দেওয়া।’

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া